প্রান্তিক জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। সমাজসেবা অধিদফতরের জরিপমতে বাংলাদেশে প্রায় ১০,২০,১২৫ জন অনগ্রসর জনগোষ্ঠী রয়েছে। কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেত প্রস্তুতকারক, কাঁশা/পিতল প্রস্তুতকারী, নকশী কাঁথা প্রস্তুতকারী, জুতা মেরামত/প্রস্তুতকারী, লোক শিল্প ইত্যাদি তথাকথিত নিম্নবর্ণের জনগোষ্ঠী এ প্রান্তিক সম্প্রদায়ভুক্ত। প্রযুক্তির সংস্পর্শে এনে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে এসকল জনগোষ্ঠীর পেশাকে আধুনিকায়ন করে বেকারত্ব দূর করা যায়। প্রযুক্তিগত পেশায় প্রশিক্ষিত করে কর্মসংস্থানে অন্তর্ভূক্ত করার লক্ষ্যে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
লক্ষ্য ও উদ্দেশ্য :
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ।
প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করে বেকারত্ব দূর করা।
তাদের আদি পেশার টেকসই উন্নয়নে আর্থিক সহায়তার জন্য মূলধন প্রদান।
প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা।
অর্থনৈতিক স্বাবলম্বিতার সাথে সামাজিক মর্যাদা বৃদ্ধি করা; পিছিয়ে পড়া ক্ষুদ্র পেশাজীবি সম্প্রদায়কে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS